নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে একটি বাসায় লাগা আগুনে দগ্ধ তিন নারীর মধ্যে বেদানা আক্তার (২০) নামে আরো একজন মারা গেছেন।
বুধবার সকাল সোয়া ৮টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেদানার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল দুইয়ে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার শারমিন আক্তার শরীফা (১৬) নামে একজন মারা যান। পারভিন আক্তার (৩৬) নামে আরো একজন চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
গত সোমবার ভোরে গুলশান ২ নম্বর সেকশনের ৭৩ নম্বর রোডে নাভানা টাওয়ারের তৃতীয় তলার একটি কক্ষে আগুন লাগে। এতে ওই তিনজন দগ্ধ হন।