গুলশান লিংক রোডে বৈদ্যুতিক পিলারে অগ্নিকাণ্ড ঘটেছে

নিজস্ব প্রতিবেদক : রোববার সকাল সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীর গুলশান লিংক রোডে বৈদ্যুতিক পিলারে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক রাইজিংবিডিকে বলেন, আগুন লাগার কারণে বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে ট্রাফিক পুলিশ।