গুলশান হামলার সঙ্গে জড়িত আরো ৮ থেকে ১০ জনকে শনাক্ত

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সঙ্গে জড়িত আরো ৮ থেকে ১০ জনকে শনাক্ত করা হয়েছে। এরা হামলায় বিভিন্ন দায়িত্ব পালন করে।

 

আর নারায়ণগঞ্জে নিহত তামিম চৌধুরী গুলশান হামলার মাস্টারমাইন্ড ছিলেন বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

 

রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিহ্নিতদের মধ্যে মারজান অন্যতম। সে মাদ্রাসায় পড়াশোনা করেছে। ছোটকাল থেকে আরবিতে বেশ পারদর্শী। পাশাপাশি সে খুব ভাল ইংরেজিতে কথা বলতে পারে । যা বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া জঙ্গিরা বলেছে। একই সঙ্গে সে অত্যন্ত মেধাবী বলে এলাকার লোকজন বলেছে। মারজান গুলশান হামলায় পরিকল্পনা, হামলার পর ছবি সংগ্রহ, তা বিভিন্ন জায়গায় পাঠানো, বিভিন্ন জনকে তথ্য আদান-প্রদানের কাজ করেছে। এ থেকে ধারণা করা হচ্ছে মারজান নিও জেএমবির অন্যতম নেতা।’

 

অপর এক প্রশ্নে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘গত এক বছর আগে নিও জেএমবির সন্ধান মেলে। তখন থেকে তামিমের নাম আসে। কিন্তু তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে গুলশান হামলার পর তার সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। এরপর কল্যাণপুর আস্তানার সন্ধানের পর তামিমের ব্যাপারে আরো নিশ্চিত হওয়া যায়। এরপরই তাকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করা হয়।’

 

মনিরুল ইসলাম জানান, গুলশান হামলায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। এ অর্থ কোথা থেকে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।