ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ সফরে এসে বেশ কয়েকটি বিতর্কিত কাণ্ড করেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। দ্বিতীয় ওয়ানডেতে তামিমের সঙ্গে বিবাদে জড়ান তিনি।
আর প্রস্তুতি ম্যাচে আব্দুল মজিদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। এহেন কাণ্ড করে বাংলাদেশের সমর্থকদের কাছে খলনায়ক বনে যান বেন স্টোকস।
বাংলাদেশের কোনো বোলার যদি তাকে ভূপাতিত করতে পারে তাহলে হয়তো বাংলাদেশের সমর্থকদের মনের জ্বালা জুড়াবে।
মজার ব্যাপার হলো গেল মাসেই বেন স্টোকসকে ভূপাতিত করেছিলেন পাকিস্তানের পেসার উমর গুল। ৪ সেপ্টেম্বর ২০১৬। সেদিন ছিল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। ৩৮তম ওভারে বল হাতে আসেন উমর গুল। ব্যাট করছিলেন বেন স্টোকস।
গুলের বলে পুল করতে যান স্টোকস। কিন্তু ১৩০ কিলোমিটার গতির বল তার ব্যাটে লেগে অন্তর্বাসের নিচে পড়া গার্ডে আঘাত হানে। হাত দিয়ে চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন স্টোকস। একটু পরে ওঠেন। ব্যথার তোড়ে হালকা দৌড় দেন।
তার এই হাল দেখে ড্রেসিং রুমে বসে হাসছিলেন সতীর্থ জনি বেয়ারস্টো ও জো রুট। এরপর ডাক্তাররা মাঠে আসেন। স্টোকস কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নেন। বাকিটা দেখে নিন ভিডিওতে।
ভিডিও :
https://youtu.be/uhMAe5ykuCw