মোঃ সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা থেকে এক গৃহবধূকে অপহরণ করে মুন্সীগঞ্জ শ্রীনগরে রাতভর পালাক্রমে গনধর্ষণ করেছে অপহরন কারীরা। অপহরন কারীদের ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপহরণ ও গনধর্ষণের শিকার ঐ গৃহবধু জানায়, তার বাড়ি শরীয়তপুর জাজিরার পশ্চিম ছাব্বিশপাড়া গ্রামে। সে দীর্ঘদিন ধরে ঢাকার ধনিয়া এলাকার বসবাস করছে। ধোলাই পাড় এলাকায় মীম বিউটি পার্লার নামে তার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে সে তার ধোলাইপাড়ে অবস্থিত বিউটি পার্লারের মেশিন ক্রয় করতে বেড় হয়। নিজ বাড়ি থেকে বেড় হয়ে তার বিউটি পার্লারের সামনের রাস্তায় যাওয়ার সাথে সাথে। হঠাৎ আগ থেকে ওৎ পেতে থাকা একদল অপহরনকারী তাকে একটি মাইক্রোবাসে তুলে মুখ বেধে ফেলে। পরে অপহরনকারীরা গূহবধূর গলায় অস্ত্র ঠেকিয়ে তার হাতে, গলায় থাকা স্বর্নালঙ্কারসহ ব্যাগে থাকা নগদ ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। মাইক্রোবাসটি কিছু দুর যাওয়ার পর, অপহরনকারীরা গৃহবধুর স্বামী মামুন মাদবরকে মোবাইল ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। গৃহবধূর স্বামী মামুন অপহরন কারীদের বিকাশ নম্বরে মুক্তিপনের প্রথমে ১০ হাজার ও পরে ৫ হাজার টাকা পাঠায়। পরবর্তীতে ৫ জনের অপহরকারী দলটি গৃহবধুকে উপজেলার পূর্ব আটপাড়া ফাকা বিলে নিয়ে হাত-পা, মূখ বেধে পালাক্রমে গনধর্ষণ করে। ভোর বেলা আশ পাশের লোকজন জেগে উঠার আগেই অপহরন কারীরা খালেক মাদবরের ছেলে শহিদুল ইসলাম এর বাড়ির একটি ঘরের ভিতর গৃহবধূকে আটকে রাখে। বেলা ১১ টার দিকে গৃহবধূর হঠাৎ চিৎকার শুনে পাশের ঘরে থাকা দেলোয়ার মাদবত ছুটে এসে ধর্ষণকারীদের মধ্যে উজ্জল মাদবরকে হাতে নাতে ধরে ফেলে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। থানা পুলিশ গৃহবধুকে উদ্ধার করে এবং উজ্জল মাদবর (৩০) নামে এক অপহরন কারীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপরে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস.এম আলমগীর হোসেন জানায়, একজনকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।