গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ফাতেমা বেগম অন্তরা (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বরফা গ্রাম থেকে ফাতেমার লাশ উদ্ধার করা হয়েছে।
ওই গৃহবধূ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত জায়েদুল হক শরীফের মেয়ে ও বরফা গ্রামের রেজাউল করিম সরদারের স্ত্রী। তার স্বামী ঢাকার আশুলিয়ার একটি গার্মেন্টসে চাকরি করেন।
ফাতেমার মা আম্বিয়া বেগম জানান, গত ছয় বছর আগে ফাতেমার সঙ্গে রেজাউল করিমের বিয়ে হয়। বুধবার গভীর রাতে যেকোনো সময় দুর্বত্তরা ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে আজ সকালে তাকে শ্বশুরবাড়ির লোকজন আহত মনে করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ সময় শ্বশুরবাড়ির লোকজন লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. মুকুল হোসেন সরদার জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহৃ রয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।