গোদাগাড়ী সীমান্ত থেকে দুই কেজি হেরোইন জব্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে দুই কেজি হেরোইন জব্দ করেছে সীমান্তরক্ষা বাহিনী বিজিবিরসদস্যরা। শুক্রবার সকাল সোয়া ১০টায় উপজেলার রেলবাজার খেয়াঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি-১ এর অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখায়ের দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক নুরে আলমের নেতৃত্বে দুই কেজি ভারতীয় হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। তিনি জানান, বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা হেরোইন ফেলে পালিয়ে যায়। এই কারণে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হোরোইন ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।