বিনোদন ডেস্ক : অভিনেতা টাইগার শ্রফ এবং অভিনেত্রী দিশা পাটানির প্রেমের গুঞ্জন বলিপাড়ায় অনেকদিন ধরেই উড়ছে। সম্প্রতি তারা নাকি একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন বলে শোনা যাচ্ছে।
এ জুটির প্রেমের গুঞ্জন শোনা গেলেও মিডিয়ার সামনে নিজেদের ‘শুধু বন্ধু’ বলে পরিচয় দেন তারা। কিন্তু সম্প্রতি ইন্সটাগ্রামে প্রকাশিত তাদের ছবি এ গুঞ্জনে নতুন করে হাওয়া দিয়েছে।
টাইগার এবং দিশা দুজনই নিজ নিজ ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন। যদিও তাদের দুজনের একসঙ্গে কোনো ছবি নেই। কিন্তু তাদের প্রকাশিত ছবির পেছনের দৃশ্যগুলোর অনেক মিল রয়েছে।
এছাড়া মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে ফিরতে দেখা গেছে এই জুটিকে। তারপর থেকেই গুঞ্জন একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন এ কথিত প্রেমিক যুগল।
টাইগার এবং দিশা দুজনই বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন। সে জন্যই হয়তো অবসর সময়টা একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিছু দিন আগে প্রকাশিত ‘বেফিকরা’ গানে একসঙ্গে দেখা গেছে এ দুজনকে।