
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। অনেকদিন থেকেই একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও সন্দ্বীপ তোশনিওয়ালের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে খবরে তিনি। এবার শোনা যাচ্ছে, গোপনে নাকি বাগদান সেরেছেন কারিশমা।
বোন কারিনার সন্তান হওয়ায় বেশ আনন্দে রয়েছেন কারিশমা কাপুর। সাইফের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করার একটি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। সেই ছবিতে তার বাম হাতের অনামিকায় একটি আংটি দেখা যায়। এরপর থেকেই গোপনে বাগদান সেরেছেন কারিশমা এমন গুঞ্জন চাউর হয়।
এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সন্দ্বীপ নাকি কারিশমার জন্য বড় আয়তনের একটি বাড়ি খুঁজছেন। যেখানে কারিশমা-সন্দ্বীপ একসঙ্গে থাকবেন। তবে বিয়ের আগে সন্দ্বীপের সঙ্গে লিভ ইন করবেন কিনা তা জানা যায়নি। এরপর কারিশমার হাতে আংটির ছবি নতুন করে তাদের সম্পর্কের গুঞ্জনে হাওয়া দিল।
২০০৩ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিশমা কাপুর।এরপর ২০১৪ সালে নিজেদের মধ্যে সমঝোতায় ছাড়াছাড়ি জন্য মুম্বাইয়ের আদালতে আপিল করেছিলেন তারা। এরপর চলতি বছরের এপ্রিলে ভারতের সুপ্রীমকোর্টের সামনে তাদের বিচ্ছেদ নিয়ে একটি চুক্তিপত্রে সাক্ষর করেছেন কারিশমা-সঞ্জয়। এ দম্পতির দুই সন্তান সামাইরা এবং কিয়ান। চুক্তিপত্র অনুযায়ী দুই সন্তান তাদের মা কারিশমা কাপুরের সঙ্গেই থাকেন।