গোপনে মেসেজ পাচার করে কমদামি স্মার্টফোন!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রে বিক্রি করা চীনের কমদামি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ব্যবহারকারীর গোপনীয়তা ভয়ানকভাবে লংঘন করে বলে জানিয়েছেন নিরাপত্তা গবেষকরা।

গবেষকরা জানান, চীনের তৈরি কমদামি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর মেসেজ সহ অন্যান্য ব্যক্তিগত কনটেন্ট গোপনে চীনের সাংহাইতে প্রেরণ করে। এসব স্মার্টফোন ৫০ ডলার বা তার কম মূল্যের হয়ে থাকে এবং যুক্তরাষ্ট্রে অ্যামাজন, বেস্ট বাই সহ অন্যান্য প্রধান রিটেইলারদের মাধ্যমে বিক্রি হচ্ছে।

ক্রিপটোওয়্যার এর গবেষকদের মতে, এখনও পর্যন্ত পাওয়া ব্যবহারকারীদের ডিভাইস ব্যাপকভাবে গোপনীয় ভঙ্গের ঘটনার মধ্যে এ ঘটনা অন্যতম ভয়ানক। মেসেজের পাশাপাশি, এসব ফোন ব্যবহারকারীর লোকেশন তথ্য, কনট্যাক্ট লিস্ট, অ্যাপস ব্যবহারের তথ্য, কল হিস্টোরি এবং অনন্য শণাক্তকারী যেমন আইএমইআই নম্বর পাচার করে।

গবেষকরা পর্যবেক্ষণে দেখেছেন, প্রতি ৭২ ঘণ্টা পর পর ব্যবহারকারীর তথ্যগুলো চীনের ‘সাংহাই অ্যাডাপস্ টেকনোলজি’ নামক একটি প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছিল। অ্যাডাপস্ চীনের হুয়াওয়ে এবং জেডটিই স্মার্টফোনের জন্য সফটওয়্যার তৈরি করে থাকে।

ক্রিপটোওয়্যার এর গবেষকরা বলেন, ‘আমাদের ফলাফল তৈরি করা হয়েছে ফার্মওয়্যারের কোড এবং নেটওয়ার্ক- উভয়ের বিশ্লেষণের ওপর ভিত্তি করে। ব্যবহারকারী এবং ডিভাইসের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ এবং পর্যায়ক্রমে প্রেরণ করা হয়েছিল ব্যবহারকারীর অজান্তে।’

‘সংগ্রহকৃত তথ্যগুলো এনক্রিপশনের একাধিক স্তরে এনক্রিপ্ট করা ছিল এবং তা নিরাপদ ওয়েব প্রোটোকলের মাধ্যমে সাংহাইতে অবস্থিত একটি সার্ভারে প্রেরণ করা হয়।’

হ্যাকাররা যেভাবে ক্ষতিকারক সফটওয়্যার যোগ করে, তা থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। কারণ গবেষকরা দেখেছেন ফোনের এই গোপন ব্যবস্থা ফোন নির্মাতাদের মাধ্যমে ইনস্টল করা ছিল, বাজারে ছাড়ার আগে থেকেই।

জেডটিই এবং হুয়াওয়ে দুটোই চীনের প্রতিষ্ঠান, গবেষকরা ফ্লোরিডাভিত্তিক ব্লু স্মার্টফোনেও এ ধরনের প্রমাণ পেয়েছেন। ব্লু পণ্যের প্রধান নির্বাহী স্যামুয়েল ওয়েব-সিয়োন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘এটা অবশ্যই কিছুটা সঠিক যে, এ ব্যাপারে আমরা সচেতন ছিলাম না। আমরা দ্রুত এর সমাধান করেছি।’

এদিকে এটা অবশ্যই চিন্তার বিষয় যে, চীনে দ্রুত এবং সস্তায় উৎপাদিত এসব ফোন বাজারে আসছে। ক্রিপটোওয়্যার তাদের বক্তব্যে জানায়, ‘স্মার্টফোন এখন নানা কাজে ব্যবহারের একটি জরুরি পণ্য। তাই সাপ্লাই চেইন এর প্রতিটি স্টেজে আরো স্বচ্ছতা প্রয়োজন এবং ব্যবহারকারীদের সচেতনা বৃদ্ধি করার জন্যই আমাদের এই গবেষণা।’