গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের ১৪৩ দিন পর ফিরে এলো মাদ্রাসা ছাত্র

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের ১৪৩ দিন পর ফিরে এলো এক মাদ্রাসা ছাত্র।
একাধিক সূত্রে জানা যায়, উপজেলার হিরন গ্রামের পলাশ সরদারের ছেলে সিহাব সরদার (১২) গত এ বছরের ৫ ফেব্রুয়ারী সকাল ৯ টায় শিক্ষাস্থল আশুতিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে রওনা হয়ে মাঝবাড়ী বাস স্ট্যান্ড থেকে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির এক পর্যায়ে গত ১৭ জুন বিকাল ৪টায় কোটালীপাড়া উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তরে পূর্ব পাশে রাস্তায় সিহাবকে দেখতে পেয়ে বাবা-মাকে খবর দেয় পরিচিত লোকজনে। খবর পেয়ে সিহাবের বাবা-মা ঘটনাস্থলে পৌছে সিহাবকে নিয়ে বাড়ী চলে যায়।
এ বিষয়ে সিহাবের বাবা পলাশ সরদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, হারানো বুকের মানিককে দীর্ঘ দিন পর ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত আমি খোদার কাছে শুকরিয়া আদায় করি। তিনি আরোও বলেন, আমার ছেলে সিহাব খুবই অসুস্থ, খাওয়া দাওয়া প্রায়ই ছেড়ে দিয়েছে, কথা বলে না। কোথায় ছিল কি খেয়েছে কিছুই বলতে পারে না। এক কথায় সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। ডাক্তারের পরামর্শ মতে বিশ্রামে রেখেছি। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।