গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ, নারীসহ আহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ, নারীসহ আহত ৪।
ঘটনার বিবরণে জানা যায়, ১৯ জুন বিকাল ৫টায় উপজেলার শুয়াগ্রাম গ্রামের মৃত মাখন লাল বৈদ্যের ছেলে ভবেন বৈদ্য (৪০) সাথে, বরিশাল জেলার আগৈলঝাড়া থানার চক্রিবাড়ী গ্রাম থেকে ছেড়ে এসে ভবেন বৈদ্যের কাছ থেকে ১০৪ শতাংশ জমি কিনে বাড়ী করা প্রতিবেশী মৃত আতিক হাওলাদারের ছেলে আতিয়ার হাওলাদার (৩৮) এর মুরগি ঘরে ঢুকে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষই বাঁশের লাঠি নিয়ে হামলা চালালে ভবেন বৈদ্য (৪০), স্ত্রী শ্যামলী বৈদ্য (৩০) এবং আতিয়ার হাওলাদার (৩৮) স্ত্রী শারমীন আক্তার (২৫) আহত হয়। আহতদের উদ্ধার করে কোটালীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, আতিয়ার হাওলাদার ও স্ত্রী শারমীন আক্তার উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ হাসপাতালে চলে যায়।
এ বিষয়ে শুয়াগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য প্রিয়লাল বৈদ্য এবং ৪নং ওয়ার্ড সদস্য রবি বৈদ্যের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের বলেন, সংঘর্ষ হয়েছে আমরা গ্রাম্য সালিশ বসিয়ে মিট মিমাংশা করে দেব। প্রথমে রুগী সুস্থ হোক। তারা আরো বলেন, এই সংখ্যা লঘু পরিবারটি খুবই গরীব ও অসহায়। মহিলাদেরকে পরনের কাপড় জাগিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে তেড়ে আসা দাঙ্গাবাজ আতিয়ার হাওলাদারের অত্যাচার থেকে যাতে এই পরিবারটিসহ পুরো সংখ্যা লঘুসম্প্রদায় রেহাই পায় সে জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষন করছি। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।