গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির হিড়িক : পুলিশ প্রশাসন নীরব

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতি রাতেই উপজেলার কোন কোন বাড়িতে বা প্রতিষ্ঠানে ঘটছে চুরির ঘটনা। অথচ পুলিশ প্রশাসন রয়েছে নীরব দর্শকের ভুমিকায়।
জানা যায়, গত ১৮ জুলাই দিবাগত রাতে কুরপালা গ্রামে অবস্থিত বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও স্টান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহম্মেদ ও তার সহধর্মীণী খালেদা আকরাম এর সভাপত্তিত্বে পরিচালিত সরাবান তহুরা মহিলা মাদ্রাসায় দূধর্ষ চুরির ঘটনা ঘটে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কাজী আব্দুল হান্নান বলেন, চোরেরা ৪টি তালাসহ স্টীলের আলমারী ভেঙ্গে নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায় এবং মূল্যবান কাগজ পত্র তছনছ করে যায়। এছাড়া কোটালীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের জাহিদ, সাকাওয়াত, ১নং ওয়ার্ডের ঠিকাদার মিজান দাড়িয়া, শিক্ষক বদিউজ্জামান, ৩নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিক কর্মী নিলুফা বেগমের বাড়িসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরির সংবাদ পাওয়া যাচ্ছে।
ভুক্তভোগীরা সাংবাদিকদের বলেন, এতে আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এলাকার জনপ্রতিনিধিসহ সাধারন মানুষ সাংবাদিকদের বলেন, পুলিশের নজরদারি বাড়ালে চুরির ঘটনা কমবে। এতো চুরি হয় তবুও পুলিশ প্রশাসন কেন নীরব।
কুরপালা মহিলা মাদ্রাসার চুরির বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো কোন আসামী গ্রেফতার করা সম্ভব হয় নাই।