গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী সহ ৩ জন আহত হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বেলা ৩ ঘটিকার সময় উপজেলার শুয়াগ্রাম গ্রামের মৃত: বেরাজ উদ্দিন শেখের ছেলে আঃ ছত্তার শেখ (৫৫) এর সাথে পার্শ্ববর্তী গ্রামের মৃত: আরিফ শেখ এর ছেলে আঃ আজিজ শেখ(৩৮) এর মধ্যে ভেকু মেশিন নামানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় আঃ আজিজ শেখ এর নির্দেশে তার ভাই-ভাতিজা ও ছেলেরা বাঁশের লাঠি ও দেশিয় অশ্র-শস্ত্র নিয়ে আঃ ছত্তার শেখ, স্ত্রী ও ছেলের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে রক্তাক্ত যখম করে। এ সময় ছত্তার শেখের স্ত্রীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ছত্তার শেখ কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার এস আই কালাম বলেন, ১৫ জনের নাম ও অজ্ঞাত ৪-৫ জনকে উল্লেখ করে থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-২০/১০১ আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।