
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজারে সরকারি রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। রঞ্জিত বিশ্বাস নামে এক ব্যক্তি জনস্বার্থ বিরোধী এ কাজটি করেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
রঞ্জিন বিশ্বাসসহ তার ছেলে সমির বিশ্বাস ও বিশ্বজিত বিশ্বাস উপস্থিত থেকে এই অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী এতে বাধা দিলেও কোন সুফল পাওয়া যায়নি। রাস্তা সংলগ্ন আরসিসি পিলার বিশিষ্ট ১তলা একটি বিল্ডিং নির্মাণের কাজ করে যাচ্ছেন তারা। এই বিল্ডিং নির্মাণ করতে গিয়ে তারা জানান এ সম্পত্তি আমাদের পৈত্রিক সম্পত্তি এখন সরকারি হয়েছে। অবৈধ ভাবে দখল করে সরকারি রাস্তার জায়গা যেমন নষ্ট হচ্ছে তেমনি জনগনের ভোগান্তিও বেড়ে যাবার আশংকা আছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম হতাশার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নিশ্চিন্তপুর গ্রামের সুশেন টিকাদার জানান, এই জায়গাটি এখন সরকারি হয়েছে গেছে। এখানে সরকারি লোকজন এসে বিল্ডিং নির্মান কাজ বন্ধ করে দিয়ে যায়। তার পরও তারা কাজ বন্ধ রাখেনী।
জলিরপাড় তহশিল অফিসের তহশিলদার মোঃ মোসারফ হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমি রঞ্জিত বিশ্বাসকে অবৈধ স্থাপনা নির্মান বন্ধের নির্দেশ দিয়েছি। তবে জানতে পেরেছি নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। যদি নির্মান কাজ অব্যাহত রাখে তাহলে তাদের বিরুদ্ধে উর্দ্ধতন কতৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, সমির বিশ্বাস সরকারি মুকসুদপুর কলেজের অধ্যাপক হওয়ায় বিভিন্ন প্রভাবশালী লোক দিয়ে আমাকে ফোনে অনুরোধ করানো হচ্ছে। আমি যেন উক্ত নির্মান কাজে বাঁধা না দেই।
এ ব্যাপারে সমির বিশ্বাসের সঙ্গে আলাপকালে তিনি বার বার প্রসঙ্গটি এড়িয়ে যান।