গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১৩ বছর পর ২৫ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মুকসুদপুর সদর ঈদগাহ ময়দানে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। সম্মেলনকে ঘিরে ব্যানার ফেষ্টুন প্লাকার্ড নিয়ে সমবেত হয়েছিল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে ভাবড়াশুর ইউনিয়নের চেয়ারম্যান রিফাতুল আলম মুছা সভাপতি ও পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। মুকসুদপুর পৌর ছাত্রলীগের কমিটিতে নিভেল মোল্যা সভাপতি ও সিপন মোল্যাকে সাধারণ সম্পদক নির্বাচন করেন। সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগ শাখায় জব্বারুল আলম মাহফুজ সভাপতি ও নাইম কাজীকে সাধারণ সম্পাদক নির্বাচন করেন।
মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহরিয়ার কবির বিপ্লবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মশিউর রহমান জনির স ালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মুঃ ফারুক খান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড: উম্মে রাজিয়া কাজল এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন আনো, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শাহ আকরাম হোসেন জাফর ফকির, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান রনিসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও সম্মেলনে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা দুইটায় সম্মেলনের প্রথম পর্ব শেষ হলে দশ মিনিট বিরতী দিয়ে পুনরায় শুরু হলে রিফাতুল আলম মুছাকে মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও মেহেদী হাসন কে সাধারণ সম্পাদক হিসাবে তাদের নাম ঘোষনা করা হয়।
উল্লেখ্য রিফাতুল আলম মুছা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য হিসাবে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে ভাবড়াশুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। মেহেদী হাসান ইতিপূর্বে মুকসুদপুর পৌর ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।


