গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে একটি কাটা রাইফেল ও চার রাউন্ড গুলিসহ কার্তিক চন্দ্র দাস (৩০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পবিত্রনগর এলাকা থেকে আটক করা হয়।
আজ বুধবার বেলা ১২টার দিকে আটক সন্ত্রাসীকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করে পুলিশ।
কার্তিক চন্দ্র দাস টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের প্রেমানন্দ দাসের ছেলে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হক জানিয়েছেন, অস্ত্র বেচা-কেনা হবে এমন গোপন সংবাদে ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অবস্থায় নেয়। গভীর রাতে সন্ত্রাসী কার্তিক চন্দ্র দাস অস্ত্র বিক্রি করতে পবিত্রনগর এলাকায় আসলে পুলিশ তাকে আটক করে।
এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি কাটা রাইফেল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।