গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি : “বিরোধ হলে সুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষ হয়” এই শ্লোগান কে সামনে রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জে শুক্রবার জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়।
এ উপলক্ষ্যে সকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো: দলিল উদ্দিন এর নেতৃত্বে ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে কোর্ট চত্বরে জেলা ও জজ মোঃ দলিল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ নাজির আহম্মেদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মতিয়ার রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব আহম্মেদ নওশের আলী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আজগার আলী খান। এ সময় সকল আইনজীবী, চিকিৎসক, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অংশ নেন বিচারক আইনজীবী ও কোর্ট স্টাফরা। বিকালে মাদারীপুরে প্যারালিগ্যাল এর সহযোগিতার কারা অভ্যন্তরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়ে।