গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা সাব্বির খানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আগুনে পুড়ে গেছে তার বাড়ির সব মালামাল।
রোববার ২১ ডিসেম্বর ভোরে মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের বেজড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাবেক মন্ত্রী ফারুক খাঁনের ভাই সাব্বির খাঁন উপজেলা আওয়ামী লীগের যু্গ্ম সাধারন সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
স্থানীয় প্রতিবেশিরা জানান, রোববার ভোর রাতে কে বা কারা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে দুপুরের দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। কিন্ত ততক্ষণে সময় ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়াহিদুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরের দিকে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
Reneta
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিস থেকে বিষয়টি আমাদের জানানো হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খান এলাকায় না থাকায় ও তার ফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।


