
গোপালগঞ্জ প্রতিনিধি : গতকাল রোববার সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের নাসিং কর্মকর্তাদের উদ্যোগে এবং নার্সেস কল্যান সমিতির সহযোগীতায় এ সব কর্মসূচী পালিত হয়। রোববার সকাল ৮টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে জেনালের হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হক লস্কর। নার্সিং সুপারভাইজার ইনচার্জ মঞ্জু রানী গোলদারের সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন নাসিং কর্মকর্তা নাসিমা পারভীন, রীনা রানী মধু, নুরুন্নাহার বেগম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন নার্সিং অফিসার শাহাদাৎ হোসেন, রনজিৎ মজুমদার, ডেভিড সিকদার। অনুষ্ঠানে ফ্লোরা রাইট এঙ্গেল এর ভুমিকায় ছিলেন নাসিং কর্মকর্তা ববিতা। এছাড়া পৃথক ভাবে গোপালগঞ্জ নার্সিং ইনষ্টিটিউটের উদ্যোগে নিজস্ব হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সট্রাকটর ইনচার্জ স্বপ্না রানী হীরা।