গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ইজিবাইক থেকে পড়ে কালীদাসী সাহা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার দুপুরে সদর উপজেলার বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে। কালীদাসী সাহা শহরের মধ্যপাড়া এলাকার মৃত নৃত্য গোপাল সাহার স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে একটি ইজিবাইকে করে কালীদাসী সাহা নলডাঙ্গায় একটি পূজায় যোগ দিতে যাচ্ছিলেন। বেদগ্রাম এলাকায় পৌঁছালে তিনি ইজিবাইক থেকে সড়কের ওপর পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


