গোপালগঞ্জে একটি পাইপগানসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে একটি পাইপগানসহ মিহির বালা (৩৩) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বড় ডুমরাশুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিহির বালা গোপালগঞ্জ সদর উপজেলার বড় ডুমরাশুর গ্রামের গৌরাঙ্গ বালার ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, গোপান সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মিহির বালার বাড়িতে অভিযান চালায়। এ সময় মিহির বালাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করে। পুলিশ আরো জানায়, মিহির বালা পেশাদার অস্ত্রধারী। তার নামে গোপালগঞ্জ সদর থানায় আরো একটি মামলা রয়েছে।