গোপালগঞ্জে গুলিবিদ্ধ দুইজনসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে গুলিবিদ্ধ দুইজনসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ডাকাতদের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো বাবু শেখ (৪৫), দুলাল (৪০), আতিক (৪২) ও শামিম (৪০)। এদের বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন গ্রামে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ একেএম আলীনূর হোসেন বলেন, ‘শনিবার ভোরে পঞ্চবটি এলাকায় ডাকাত সদস্যরা ডাকাতির প্রস্তুতির নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে দুইজন গুলিবিদ্ধসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, ডাকাতদের গুলিতে এসআই ইমানুর হোসেন, কনস্টেবল ইকবাল ও রহমান আহত হন। এ ঘটনায় মামলা হয়েছে।