গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে কোটালীপাড়া উপজেলার আমতলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হলো- কোটালীপাড়া উপজেলার আমতলী গ্রামের লিটন মিয়ার ছেলে মোস্তাকিম (৫) ও আওলাদ মিয়ার ছেলে তৌকির (৫)।

এলাকাবাসী জানান, শিশু দুটির মা তাদের সঙ্গে নিয়ে স্থানীয় ঈদগাহে ধান শুকাতে যায়। এ সময় বাচ্চাদের রেখে ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এক পর্যায়ে মোস্তাকিম ও তৌকির খেলতে খেলতে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজি শুরু করলে এলাকাবাসী পুকুর থেকে তাদের উদ্ধার করে। পরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল ও কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।