
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী সমিতির আয়োজনে ইফতার মাহফিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যারেজে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যের বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. নূর উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী, প্রক্টর তছলিম আহম্মেদ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মকর্তা ও কর্মচারীদের একযোগে কাজ করার আহ্বান জানান এবং ইফতার মাহফিল আয়োজনের জন্য অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী সমিতির সদস্যদের ধন্যবাদ জানান।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। ইফতার মাহফিলে অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।