গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২০ জন।

কাশিয়ানী উপজেলার তিলছড়া নামক এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের চালক হিটলার শেখ (৩০), বাসের যাত্রী আমির আলী মিয়া (৬২) এবং রেহেনা বেগম (৪৫)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর জানান, কাশিয়ানী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি লোকাল বাস ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রেহেনা বেগম মারা যায়।

এ দুর্ঘটনার পর ঘটনাস্থলের উভয়পাশে ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।