
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর থেকে এক হাজার ২৫০ ক্যান বিদেশি বিয়ারসহ জাহিদ হাসান টিটু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। রোববার ভোরে জেলার মুকসুদপুর উপজেলার ভজনদী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প ইনচার্জ মেজর সোহেল রানা প্রিন্স জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভজনদী গ্রামে জাহিদ হাসান টিটুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির সেপটিক ট্যাংক থেকে বিয়ারের ক্যানগুলো উদ্ধার এবং জাহিদ হাসান টিটুকে আটক করা হয়।
রবিবার বেলা ১১টার দিকে র্যাবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।