গোপালগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা ও স্বল্প দৈর্ঘ্য চলিচ্চত্র প্রদর্শনী অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরের বেদগ্রামে মাদক বিরোধী আলোচনা সভা ও স্বল্প দৈর্ঘ্য চলিচ্চত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যা ৭ টায় গোপালগঞ্জ ২১ আনসার ব্যাটালিয়ন ক্যাম্প মাঠে এ আলোচনা সভার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর গোপালগঞ্জ অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার মোঃ সাজেদুর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলার সহকারী পরিচালক,এস,এম সাকিব হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শেখ সাহাবুদ্দিন হিটু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুদুর রহমান। এ সময় সাধারন মানুষসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।