গোপালগঞ্জে শুরু সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শুরু হয়েছে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। জেলা প্রশাসন স্থানীয় পৌরপার্কে এ মেলার আয়োজন করে।

মঙ্গলবার বিকেলে মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌরপার্কে গিয়ে শেষ হয়।

সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কালাচাঁদ সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা নাসিবের সভাপতি মিয়া আরিফুজ্জামান রিফু প্রমুখ বক্তব্য রাখেন।

মেলায় গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের ৫০ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্যের স্টল নিয়েছেন। এসব স্টলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য প্রদর্শন করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।