
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১১জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেল বাড়ি গ্রামে শালিকাকে বিয়ে করার প্রস্তাবকে কেন্দ্র করে ও বাজুনিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, পাটকেল বাড়ি গ্রামের পলাশ রায় তার নিজ শালিকাকে বিয়ে করার জন্য শ্বশুর বাড়িতে প্রস্তাব দেয়। এ নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
এক পর্যায়ে শ্যালক গোবিন্দ বিশ্বাসের লোকজনের সঙ্গে পলাশ রায়ের সমর্থকদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে গোবিন্দ বিশ্বাস, পলাশ রায়, সমির রায়, পংকজ রায়, পান্না রায়সহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বাজুনিয়া গ্রামে জমি নিয়ে সাকায়েত হোসেন ও জাকির কাজী নামে দুই ব্যক্তির মধ্যে বিরোধ চলছিল। ১৪৪ ধারা জারিকৃত ওই জমিতে জাকির কাজ করতে গেলে সাকায়েত বাঁধা দেয়। এর জেরে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এরমধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।