গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।
বাছাই শেষে সাধারণ সদস্য পদে ৫টি ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১টি মনোনয়নপত্র বাতিল করা হয়।
আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিতিতে যাচাই-বাছাই সম্পন্ন হয়।
জেলা নির্বাচন অফিসার মো. ওয়াহিদুজ্জামান মুন্সী জানান, এর আগে এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীসহ দুজন, সাধারণ সদস্য পদে ৫২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
বাছাইয়ের শেষ দিনে সাধারণ সদস্য পদে ৫টি ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১টি মনোনয়নপত্র বাতিল করায় এখন বৈধ প্রার্থীর সংখ্যা চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন।