গোপালগঞ্জে সহপাঠীর ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী প্রধান আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার কাশিয়ানীতে সহপাঠীর ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী বরকত উল্লাহ প্রিন্সের হত্যায় অভিযুক্ত শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার আশুলিয়া থানার জামগড় এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলি নুর শাহ আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি প্রিন্সের পরিবারের অভিযোগের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকালে কোচিং সেন্টারে বেঞ্চে বসা নিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রিন্সের সঙ্গে শাহ আলমের কথা কাটাকাটি হয়। এর জেরে রামদিয়া এসকে উচ্চ বিদ্যালয়ের সামনে প্রিন্সকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় শাহ আলম।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া থানার জামগড় এলাকার আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার কোচিং সেন্টারে সহপাঠী সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাহ আলমের সঙ্গে প্রিন্সের কথা কাটাকাটি হয়। পরে স্কুল থেকে বাইরে ডেকে নিয়ে প্রিন্সের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় শাহ আলম। এ সময় অন্যান্য সহপাঠী ও শিক্ষকরা গুরুতর আহতাবস্থায় প্রিন্সকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।