
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের সম্প্রতি কয়েকটি গ্রামে বিষধর সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে সাপের কামড়ে মৃত্যু হয়েছে তিনজনের।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের চিকিৎসক মো: ইকবাল হোসেন জানিয়েছেন, এ উপজেলার কয়েকটি গ্রামে সম্প্রতি সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে গত এক সপ্তাহে তিনজনের মৃত্যু ছাড়াও প্রায় অর্ধ শতাধিক মানুষ সাপের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসক মো: ইকবাল হোসেন আরো বলেন, বিচরণ ক্ষেত্র ও খাদ্য সংকটের কারণে সাপ লোকালয়ে চলে আসছে। এ কারণে উপজেলার কয়েকটি গ্রামে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে প্রায়ই সাপে কাটা রোগী ভর্তি হচ্ছে।
গত এক সপ্তাহে সাপে কামড়ে নিহতরা হলেন, ভুলবাড়িয়া গ্রামের মুন্নু মোলা (৩৭), রামদিয়া গ্রামের সোহাগ গাজী (১৮) ও কুমারিয়া গ্রামের ইয়াছিন (৫)। এ সব গ্রামে গিয়ে মানুষের মধ্যে সাপের আতংক দেখা গেছে। সাপের ভয়ে অনেকেই রাতে ঘর থেকে বের হচ্ছে না।
সরাইকান্দি গ্রামের নাঈম হোসেন মিনা বলেন, গত সপ্তাহ খানেকের মধ্যে এ গ্রামের ৮/১০ জনকে বিষধর সাপ দংশন করেছে। বাড়ি থেকে বের হলেই আতংকে থাকতে হচ্ছে।
উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা বলেন, তার ইউনিয়নে সাপের কামড়ে একজনের মৃত্যুসহ কয়েকজন আহত হয়েছেন। এখন রাতের অন্ধকারে কোনো পোকামাকড় কামড়ালেও সবাই সাপে কেটেছে বলে আতঙ্কিত হচ্ছে। রাতে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।
ধিরাইল গ্রামের ওঝা সন্ধ্যা রানী বলছেন, প্রতিদিনই সাপে কাটা এক-দুইজন রোগী তার বাড়িতে আসছে। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে। মাঠঘাটে আগাম পানি চলে আসায় সাপ লোকালয়ে এসে পড়ছে বলে তিনি জানান।