গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৫ জন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুরে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন নড়াইল সদরের বাঁশবাড়িয়া গ্রামের রিপন (৩২)।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, নড়াইল থেকে ছেড়ে আসা মাওয়াঘাটগামী খান জাহান আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে সামনের চাকা ব্লাস্ট (ফেটে যাওয়া) হয়ে যায়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মান্নান ফকিরের বসতবাড়িতে ঢুকে একটি গাছের সঙ্গে সাজোরে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে দুই যাত্রী ঘটনাস্থলে নিহত ও অপর ১৫ জন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহায়তায় হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।