গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নান্নু মুন্সী (৪০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এ সময় পাঁচজন আহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয়পাশায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সদর উপজেলার বিজয়পাশা গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ স্থানে যাত্রীবাহী একটি বাস একটি থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি আরেকটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালক নান্নু মুন্সীসহ ছয়জন আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক নান্নু মুন্সী মারা যায়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে এক ঘণ্টা পর অবরোধ তুলে দেয়।