গোপালগঞ্জে ৫ দফা দাবীতে গ্রাম পুলিশ সদস্যদের মানব বন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে চতুর্থ শ্রেনীর স্কেলসহ ৫দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গ্রাম পুলিশ সদস্যরা। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচী পালন করে।
রোববার জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হাতে হাত ধরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে গ্রাম পুলিশেরা। পরে চতুর্থ শ্রেনীর সমস্কেল প্রদান, অবসর, ঝুঁকি ভাতাসহ পাঁচ দফা দাবী সম্বলিত স্বারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করে।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন, জেলা শাখার সভাপতি মোঃ আমানত বিশ্বাস, সাধারণ সম্পাদক সাঈদ আলী, উপদেষ্টা গৌর চন্দ্র মজুমদার, আব্দুর রাজ্জাক গাজী, কামাল হোসেন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আইন-শৃংখলা রক্ষায় সারা দেশে ৪৫ হাজার ৬৭০ জন গ্রাম পুলিশ নিয়োজিত রয়েছে। একজন দফাদার ৩ হাজার ৪শ’ ও একজন মহালদার ৩ হাজার টাকা পান। যা দিয়ে বর্তমান বাজারে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়ছে।