
ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশে বসে থাকা সিএনজির দুই চালককে চাপা দিয়েছে। এ ঘটনায় ওই দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও ৮ যাত্রী।
শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জে ফাসিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম।
তিনি জানান, রংপুরগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফাসিতলা বাজারে দাঁড়িয়ে থাকা সিএনজি ও অটোরিকশাকে চাপা দিয়ে বাসটি উল্টে যায়। এ সময় রাস্তার পাশে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় বসে থাকা দুই চালক সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের মোহন মিয়া (২৮) ও ফিরোজ কবির (২৯) মারা যান। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের ৮ জন যাত্রী আহত হন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার বলেন, আহত বাসযাত্রী ৮-১০ জনকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।