গোলাম পরওয়ারের আমানতদারি সামনে এনে ছেলের আবেগঘন পোস্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ছেলে আহমাদ আব্দুল্লাহ আরমান বাবার আমানতদারি সামনে এনে ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

পোস্টে একটি ছবি দিয়ে আরমান লেখেন, ৮ম জাতীয় সংসদ অধিবেশনে সর্বোচ্চ উপস্থিতির জন্য পুরস্কার গ্রহণ করছেন আমার সম্মানিত পিতা, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। দায়িত্বের প্রতি তার খুলুসিয়াত আর আমানতদারিতা আমাদের সবার জন্য এক জীবন্ত শিক্ষা।

পোস্টে তিনি আরও লেখেন, একটা ছোট্ট গল্প বলি- আমি তখন ক্লাস টু বা থ্রি’তে পড়ি, আব্বু এমপি। একদিন স্কুল থেকে ফিরে নিজের রুমে ঢুকেই চোখে পড়ল মেঝেতে কয়েকটা বড় বড় বস্তা রাখা। কৌতূহলবশত বস্তা খুলে দেখি ভেতরে ঝকমকে নতুন ক্রিকেট ব্যাট, বল, হেলমেট, ফুটবল, ভলিবল আরও কতো কি! এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে দিব্বি একটা ব্যাট আর বল বের করে নিয়ে সোজা বারান্দায় খেলতে নেমে পড়লাম আমার ফুফাতো ভাইয়ের সাথে।

আরমান আরও উল্লেখ করেন, সন্ধ্যায় আব্বু বাসায় ফিরলেন। বারান্দায় পড়ে থাকা সেই নতুন ব্যাট আর বল চোখে পড়তেই তিনি চিৎকার শুরু করলেন। কড়া গলায় আমাকে জিজ্ঞেস করলেন, এগুলো কে বের করেছে? আমি ইতস্ততভাবে মাথা নিচু করে বললাম, জ্বি আমি। এরপর যা হলো, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে প্রথম ও সবচেয়ে বড় শিক্ষা।

আরমান লেখেন, আব্বু খুব রেগে গেলেন। বোধহয় একটা চড়ও দিলেন। তারপর বললেন, আমি এগুলো এলাকার ক্লাবে বিলি করতে এনেছি। এই জিনিসে হাত দেওয়ার অধিকার তোমার নেই। এগুলো আমাদের না। এগুলো জনগণের। ঘটনার পর আমি একেবারেই ভেঙে পড়েছিলাম, কেঁদেছিলাম খুব। পড়ার টেবিলে বসে চোখের পানিতে বই ভিজে যাচ্ছিল আমার। ছোট্ট মনে শুধু একটাই প্রশ্ন, আব্বু কি আমাকে ভালোবাসে না? উনি তো এলাকার মানুষের জন্য এত কিছু আনলেন, অথচ নিজের ছেলে কিছুই নিতে পারবে না?

আরমান আরও বলেন, অভিমানে, কষ্টে সেই রাতে বাসায় আর কারো সাথে কথা বলিনি। পরদিন স্কুলেও মন খারাপ ছিল। নিজেকে ভীষণ অসহায় লাগছিল। মনে হচ্ছিলো আব্বু যেন আমার থেকেও ফুলতলা-ডুমুরিয়ার মানুষকে বেশি ভালোবাসেন। অতঃপর সন্ধ্যায় আব্বু বাসায় এসে আমাকে ডাকলেন। খুব শীতল গলায় বললেন, এই নাও। দেখি আমার জন্য একদম নতুন একটা ব্যাট আর বল কিনে এনেছেন।

এক মুহূর্তেই যেন সব রাগ অভিমান গলে গেল। তারপর আব্বু আমাকে শক্ত করে অনেক কথা বলেছিলেন। সব কথা আজ হয়তো মনে নেই। কিন্তু মূল কথাগুলো আজও আমার কানে বাজে। তা হলো.. জনগণের টাকা বা সম্পদের এক কণাতেও আমাদের কোনো অধিকার নেই। এগুলো আমানত। আর আমানতের খেয়ানত করলে আল্লাহও ক্ষমা করেন না, মানুষও করে না।

এই জামায়াত নেতার ছেলে লেখেন, এই শিক্ষাই আমি পেয়েছিলাম খুব ছোটবেলায়। এই শিক্ষা আমি কোনোদিন ভুলবো না। ২০০১ থেকে ২০০৬। এই পাঁচ বছরে আমার শ্রদ্ধেয় পিতা তার নির্বাচনি এলাকায় প্রায় সাড়ে ৩ শত কোটি টাকার উন্নয়ন করেছেন। প্রায় এক লাখ হিন্দু নিয়ে গঠিত এই এলাকায় স্বাধীনতার পর থেকে ২০০১ সাল পর্যন্ত যত উন্নয়ন হয়েছিল, তার চেয়েও বেশি কাজ হয়েছে এই এক টেনিউরে। কিন্তু সংখ্যার চেয়েও বড় যে বিষয়টা তা হলো তিনি কখনো জনগণের এক টাকার আমানতকেও নিজের ভাবেননি।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, জনগণের আমানতকে আমানত হিসেবেই রাখার যে নৈতিক দৃঢ়তা, সেটাই একজন জনপ্রতিনিধিকে ইতিহাসে টিকিয়ে রাখে। আমার পিতা যেন সেই ইতিহাসের দিকেই হেঁটে চলেছেন। জনগণের অধিকার রক্ষা, সততা, আমানতদারিতা আর দায়িত্বের প্রতি তার খুলুসিয়াত যেন আমৃত্যু বেঁচে থাকে।