গোল্ডেন লাইন পরিবহনের বাসের মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলামকে চাপা দেওয়া এসপি গোল্ডেন লাইন পরিবহনের বাসের মালিক জুনায়েদ হোসেন লস্করকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

শনিবার সন্ধ্যা ৬টায় তাকে সাতক্ষীরার লস্কর পাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

রোববার বিকেলে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

গত শুক্রবার দুপুরে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বেপরোয়া বাসের চাপায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম নিহত হন। বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন দেন এবং বাসচালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

এমরানুল হাসান জানান, এসপি গোল্ডেন লাইন পরিবহনের সিটি সার্ভিসের পারমিট নেই। এছাড়া, ওই গাড়ির মূল চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না। নিরাপদ সড়কের দাবিতে চলা আন্দোলনে শিক্ষার্থীরা যেভাবে গাড়ির কাগজ ও চালকের লাইসেন্স পরীক্ষা করছেন তাতে ওই চালক গাড়ি চালাননি। এ কারণে গাড়ির মালিক জুনায়েদ হোসেন মূল ড্রাইভারের সহকারীকে ওই দিন গাড়ি চালাতে দেন। যদিও হেলপার সম্প্রতি ড্রাইভিং লাইসেন্স করেছিলেন। কিন্তু তিনি গাড়ি চালানোতে এত দক্ষ না।

তিনি বলেন, ঘটনার একদিন পর আমরা বাসের মালিককে গ্রেপ্তার করি। এ ঘটনায় রমনা থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় জুনায়েদ হোসেনও আসামি রয়েছেন।