গোয়াইনঘাটে গাঁজার গাছসহ ১ মাদক  ব্যবসায়ী গ্রেফতার

আদনান চৌধুরী : সিলেট:-সিলেট জেলার গোয়াইনঘাটে গাঁজার গাছ সহ মিজানুর রহমান (৬০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

গত বুধবার  (০৩ মে ২০২৩)ইং  রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আক্তারুজ্জামান  এবং এএসআই এনামুল হক ফোর্সসহ অভিযান চালিয়ে, গোয়াইনঘাট  থানাধীন   দক্ষিন প্রতাপ পুর (ঢালারপাড়) এলাকা  থেকে আসামি  মিজানুর রহমান (৬০)- কে, গ্রেফতার করে। আটককৃত মিজান সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন দক্ষিণ প্রতাপপুর এলাকার মৃত-ওহাব আলীর ছেলে।

এসময় পুলিশ তার বাড়ীর উঠানের পূর্ব পাশের সবজি বাগান হইতে ৬-টি গাঁজার গাছ উদ্ধার করে।  আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলা নং-৬।