
রেজাউর রহমান চৌধুরী/ বাবুল হোসেনঃ উত্তরার গোয়ালটেকে অবস্থিত আল আসকা জামে মসজিদে শুক্রবার সাধারণ মসল্লিদের সাথে জুমার নামাজ আদায় ঢাকা মহানগর উত্তরের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হাবিব হাসান। এসময় তিনি বলেন; মহান আল্লাহ্ তাওলা ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর কে পাওয়ার জন্য আমাদের দিন ও ন্যায়ের পথে চলতে হতে। তিনি বলনে; আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ঢাকা ১৮ আসনের মানুষের সেবা করতে চাই; আমি আশা করি আপনারা আমাকে ঢাকা ১৮ ও সাধারণ জনতার সেবা করার সুযোগ পাবো। এসময় তিনি বর্তমান সরকারের সুযোগ্য প্রধানমন্ত্রী হাজার বছরের শ্রেষ্ঠ বাংলী ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানা, তিনি মসজিদের উন্নয়ন কাজের জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান দেন। এসময় মসজিদের হাজারো মুসল্লিদের সাথে উপস্থিত ছিলেন আওয়ামী নেতা ও মের্সাস বাদল এন্টারপ্রাইজের কর্নধার আতাউর রহমান বাদল, আশ্রফিয়া দরবার শরীফের গোয়ালটেক মুজাহিদ কমিটিসহ অনন্য নেতাকর্মীরা।