গোয়ালটেক রাস্তার বেহাল দশা; দেখার কেউ নেই

রেজাউর রহমান চৌধুরীঃ রাজধানী উত্তরা কোটবাড়ী আয়াত আলীর চার তলা বিল্ডিং এর পাশ দিয়ে রাস্তাটি সোজা সালমা মার্কেট গিয়ে শেষ হয়েছে । এখানেই রয়েছে প্রায় ২-৩ টি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে এই রাস্তাটি দিয়ে, কিন্তু দেখলে মনে হবে রাস্তা নয় যেন কোনো হাল চোষা ধান ক্ষেত, বৃষ্টি হলে হয়ে যায় ছোট খাল, দক্ষিণখান আদর্শ ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর ভিতরে রাস্তাটির অবস্থান, দক্ষিণখান ইউনিয়নের চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোতালেব ফোনে কিছু বলতে পারবেন না বলে জানান, এলাকাবাসীর দাবি দীর্ঘদিন যাবত এই অবস্থায় থাকলেও কেউ কোনো খোঁজ-খবর নেয় নেই । জনপ্রতিনিধিরাও আসেনি, রাস্তাটি দিয়ে রিক্সা তো দূরের কথা সাধারণ মানুষেই চলাচল করতে পারে না । স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা জানায়, আমাদের এই পথে প্রতিদিন চলাচল করতে হয়,কিন্তু রাস্তার এই অবস্থার কারণে আমাদের স্কুলে যেতে অনেক সমস্যা হয়, অভিবাবকরা জানান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেখার কেউ নেই আমরা কোথায় যাবো, এলাকার সাধারণ মানুষের দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করার দাবি করেন ।