গৌরনদীতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের তুলাতুলা বাজারে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে শিক্ষায় উৎসহদানের লক্ষ্যে কমলাপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রণি পর্যন্ত অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Student Platform for Aid, Relief & Knowledge (SPARK)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন কমলাপুর যুব সমাজ ঐক্য পরিষদের সদস্যবৃন্দ। এ সহযোগিতায় অগ্রগামী ভূমিকা পালন করেন কমলাপুরের শিক্ষানুরাগী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ডেপুটি ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম, পেট্রোবাংলার ডেপুটি ম্যানেজার কৃষিবিদ মোঃ ফেরদৌস হাওলাদার এবং প্রবাসী বিএনপি নেতা মোঃ কিবরিয়া তালুকদার সহ অনান্যরা।

অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন গৌরনদী-আগৈলঝারার গণমানুষের নেতা সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান এবং ছাত্র-ছাত্রীদের দিকনির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ১৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা, কলম, স্কেল, কাগজ ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এছাড়া, বিশেষ উপহার হিসেবে কমলাপুর গ্রামের সকল সাবেক ও বর্তমান শিক্ষকদের ছাতা এবং সকল শিক্ষার্থীদের টেস্টি বিস্কুট প্যাকেট প্রদান করা হয়। শিক্ষায় উৎসাহ এবং শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে Student Platform for Aid, Relief & Knowledge (SPARK)-এর উদ্যোগে আগামীতেও বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।