
মোঃ লিমন সরদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: জাতীয় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গৌরনদীতে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে টানা ১৮ দিন।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন এবং সঞ্চালনা করেন মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) ফিরোজ আলম।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রথম ১০ দিন স্কুলভিত্তিক ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপরের ৮ দিন স্কুলে না যাওয়া শিশুদের ইপিআই সেন্টারে টিকা প্রদান করা হবে।
তারা আশা প্রকাশ করেন, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সহযোগিতায় শতভাগ শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা সম্ভব হবে।