
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার বার্থী বাসস্ট্যান্ডের উত্তরে দূরপাল্লার যমুনা লাইন পরিবহনের একটি বাস ও একটি লোকাল বাসের সংঘর্ষ হয়। এতে বাসের সম্মুখ ভাগ দুমরে মুছরে যায়।
আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে উদ্ধার করেন। আহতরা হলেন, আবুল কালাম, আবুল বাশার, মো. ইমরান, মো. ইয়াসিন, রাজিয়া বেগম ও আনোয়ারা বেগম।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, “দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।