গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক আরোহীর

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল কাদের (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলারা ইউনিয়নের মোল্লাবাড়ি ফিটার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ঢাকা অভিমুখী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ ঢাকা মেট্টো-ব-১৪-৭২৪৬) মোটরসাইকেল (রেজিঃ বরিশাল মেট্টো-ল-১২) আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত আব্দুল কাদের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা গ্রামের বাসিন্দা। তিনি তাজেন হাওলাদারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।