
মোঃ লিমন সরদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন ও দীর্ঘদিনের শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে এক মতবিনিময় সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রব সিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু গৌরাঙ্গ প্রসাদ গাইন, ইল্লা দাখিল মাদ্রাসার সুপার মো. সিদ্দিকুর রহমান এবং সহ-সুপার জসীম উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি কেএম শাহআলম কবিরাজ, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আবুল হোসেন মিঞা, সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, মোল্লা ফারুক হাসান, সৈয়দ নকিবুল হক, কাজী রনি, মেহেদী হাসান, মাসুদ সরদার, রাজীব হোসেন তারিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়াকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, মো. মোফাচ্ছেল হোসেন ১৯৯৬ সালের ২৮ নভেম্বর গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসায় যোগদান করে ২০২৫ সালের ৩ আগস্ট পর্যন্ত সততা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে টানা ২৯ বছর শিক্ষকতা করেছেন। তাঁর বিদায়ে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা আবেগাপ্লুত হয়ে পড়েন।
শেষে মানবজীবনে শিক্ষার গুরুত্ব বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা মো. মিজানুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।