
মো: লিমন সরদার, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। মঙ্গলবার দুপুর ১২ টায় এ অভিযান পরিচালনা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এসময় টরকী বন্দর মক্কা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, গৌরনদী বন্দর তপন স্টোরকে ৭ হাজার টাকা এবং গৌতম কুন্ডু স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এবং গৌরনদী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। উদ্ধার হওয়া ৫৬ কেজি নিষিদ্ধ পলিথিন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।