গৌরনদীতে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন

মোঃ লিমন সরদার, গৌরনদী বরিশাল: পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হওয়ার পর গৌরনদীতে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণে এ উদ্যোগ নেওয়া হয়।

বরিশালের গৌরনদী পৌরসভার সড়কে ১২ মাস ধরে জমে থাকা পানির সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের টরকী বাসস্ট্যান্ডের উত্তর পাশ থেকে নীলখোলা হয়ে টরকী বন্দর পর্যন্ত সড়কটি পরিদর্শন করেন গৌরনদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

জলাবদ্ধ সড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন—
“আজ বিকেলে আমি নিজে রাস্তা পরিদর্শন করেছি। এর আগেই সমস্যার সমাধানের উপায় খোঁজ নিয়েছি। পৌরসভার প্রকৌশলীকে নির্দেশনা দেওয়ার পর ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পাইপ বসিয়ে খালের সঙ্গে সংযোগ করা হচ্ছে পানি নিষ্কাশনের জন্য। এছাড়া পৌরসভা থেকে কুয়েত প্রকল্পের আওতায় এ সড়কের উন্নয়ন প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সড়কটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করা হবে।”

পানি নিষ্কাশনের ফলে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ধর্মীয় উপাসনালয়ে আগত ভক্ত-প্রার্থনাকারীসহ আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীরা দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।