গৌরনদীতে সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত ১৪

মোঃ লিমন সরদার, গৌরনদী বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কমপক্ষে ১৪ জন যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার সাথে ) দুপুরের দিকে গৌরনদী উপজেলার  দক্কিন বিজয়পুর  এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বরিশাল থেকে ঢাকাগামী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।


খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় । কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা মাঝারি পর্যায়ে হলেও সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতাকে দায়ী করছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ। স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই অংশটিতে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।